পানিকর বাতিলের দাবিতে আয়ারল্যান্ডে বিক্ষোভ

আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে পানিকরের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। আয়ারল্যান্ডের সরকারের পানিকর আরোপের ছয় মাসের মধ্যে শনিবার এই বিক্ষোভ হল। রাইট টু ওয়াটার নামের একটি সংস্থা এ বিক্ষোভের আয়োজন করেছে।

ডাবলিনের পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলের দু’টো স্থানে বিক্ষোভকারীরা সমবেত হয়। পরে তারা ডাবলিন নগরী প্রদক্ষিণ করে। খাবার পানি এবং পয়ঃ নিষ্কাশন জাতিসংঘ ঘোষিত মৌলিক মানবাধিকারের অংশ বলে দাবি করে বিক্ষোভকারীরা। তাই এই কর বাতিলের জন্য তারা আয়ারল্যান্ডের সরকারের প্রতি আহ্বান জানায়। এসময় পানিকর তুলে নেয়া ছাড়াও স্বাস্থ্যসুবিধা দেয়ার এবং শিক্ষা ও আবাসন সংকটসহ সামাজিক সমস্যা দূর করারও দাবি জানায় বিক্ষোভকারীরা

রাইট টু ওয়াটার জানিয়েছে, বিক্ষোভে ৮০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছে সংগঠনটি।

স্বাধীন রাজনীতিবিদ ফিনিয়ান ম্যাকগ্রাথ জানান, বিক্ষোভের মাত্রা সরকারকে পানিকর বাতিলের স্পষ্ট বার্তা পৌছে দিয়েছে।



মন্তব্য চালু নেই