পাঠকের প্রশ্ন: দাঁতের ক্ষয় রোধে কী করা উচিত?

বিশেষজ্ঞের উত্তর: দাঁতের ক্ষয় অনেক কারণেই হতে পারে। একবার হয়ে গেলে চিকিৎসা ছাড়া গতি নেই।

দাঁতের ক্ষয় রোগ যেন না হয় তার জন্য যা যা করবেন।

নিয়মিত ২ বেলা সঠিক নিয়মে দাঁত ব্রাশ করতে হবে।

ডেন্টাল ফ্লস ব্যবহার করে ২ দাঁতের মাঝখানের ময়লা/ আটকে থাকা খাবার পরিস্কার করতে হবে

মিষ্টি / কার্বোহাইড্রেট/ ভারী খাবার খাওয়ার পর ভালমতো কুলকুচি করে ফেলতে হবে।

প্রতি ৬ মাস পর পর রুটিন করে ডেন্টাল চেক আপ করাতে হবে।

প্রয়োজনে স্কেলিং করাতে হবে। ধন্যবাদ

পরামর্শ দিয়েছেন :

ডাঃ মোহসিনা খান মুনমুন

বি. ডি. এস (ঢা.বি.),

পি. জি. টি (ওরাল এন্ড ম্যাক্সিলো ফেসিয়াল সার্জারী),

এম. পি. এইচ (এপিডেমিওলজী)।



মন্তব্য চালু নেই