পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর ফাঁকা গুলি

লালমনিরহাটের পাটগ্রামের পানবাড়ি সীমান্তে গভীর রাতে চোরাকারবারীদের লক্ষ্য করে ভারতীয় বিএসএফ ফাঁকা গুলি চোরাকারবারীদেরকে ছত্রভঙ্গ করেছে।

এ ঘটনায় বৃস্পতিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সীমান্তে পতাকা বৈঠক করেছে পানবাড়ি সীমান্ত রক্ষা বাহিনী (বিজিবি)।

বৈঠকে ভারতীয় জিগাবাড়ির ক্যাম্প কমান্ডার জিপি সিভাম্প জানান, ভারতীয় সীমান্ত টহলরত (বিএসএফ) চোরাবারকারীরা ভারতীয় সীমান্তের তারা কাটাঁর সময় দেখে চোরাকারবারীকে ছত্রভঙ্গ করার জন্য এক রাউন্ড ফাঁকা গুলি করা হয়ছে এতে কেই আহত বা কাউকে ধরে নিয়ে যাওয়া হয়নি শুধু ভয় দেখানো হয়েছে ।

পানবাড়ির হাবিলদার খোরশেদ মিয়া জানান, গতকাল বুধবার সাড়ে ১১টা দিকে উপজেলার দহগ্রাম আংঙ্গোরপোতা পানবাড়ি সীমান্তের ৮০৯নং আন্তর্জাতিক মেইন পিলারের পাশ দিয়ে দুদেশের চোরাকারবারীরা তার কাটাঁ উদেস্যে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করে।
এ সময় ভারতীয় জিগাবাড়ি ক্যাম্পের টহলরত বিএসএফেরা ফাঁকা গুলি ছুরে ।

এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহম্মেদ বজলুর রহমান হায়াতী বিষয়টি সত্যতা স্বীকার করে জানান, সীমান্তে চোরাকারবারীদের লক্ষে করে গুলি করেছে ভারতীয় টহলরত (বিএসএফ) এঘটনায় আহত বা নিহত খবর পাওয়া যায়নি।



মন্তব্য চালু নেই