পাকিস্তানে বিমানে গুলি,নিহত ১ আহত ২

দিলীপ মজুমদার (কলকাতা): পাকিস্তানে এক আন্তর্জাতিক বিমানে একদল বন্দুকবাজের গুলিতে নিহত এক মহিলা, আহত দুই। রিয়াধ থেকে পাকিস্তানের পেশোয়ারে যখন বিমান পিকে-৭৫৬ ল্যান্ড করছিল, ঠিক তখনই এই গুলিচালনার ঘটনাটি ঘটে। ১৯৬জন যাত্রী ছিল সেই বিমানে। বিমানটির গায়ে ছটি গুলি লাগে। একজন মহিলা নিহত হয়েছেন, অল্পের জন্য বেঁচে গেছেন বিমানের ক্যাপ্টেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এবং নিরাপত্তাবাহিনী পুরো এলাকাটি ঘিরে ফেলে। এখন অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। গুলিচালনার ঘটনায় আহত দুজনকে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ প্রশাসন ও পাকিস্তানের বিমান কর্তৃপক্ষের তরফে এই হামলার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। খাইবার পাখতুয়ান অঞ্চলের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শাহ ফারমান জানিয়েছেন, ঠিক কিভাবে ও কোথা থেকে বিমানের ওপর এই হামলা চালানো হয়েছে, সেটা এখনও বোঝা যাচ্ছে না। তবে তাঁর দাবি, এধরণের ঘটনা এই অঞ্চলে হামেশাই ঘটে।এর আগে এই মাসের শুরুতেই করাচি বিমানবন্দরে মৃত্যু হয় ৩২জনের, তারমধ্যে ১০জন হামলাকারীও ছিল।তবে এইধরণের ঘটনার জন্য এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে, জানিয়েছে পুলিশ প্রশাসন।



মন্তব্য চালু নেই