পাকিস্তানে পৌঁছেছে নারী ক্রিকেট দল

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

সোমবার বিকেল ৫টায় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমান। এর আগে এদিন দুপুর ১টা ৩৫ মিনিটে করাচির উদ্দেশে ঢাকা ত্যাগ করে সালমা বাহিনী।

বাংলাদেশ নারী দলের পাকিস্তান সফর অবশ্য অনেকটা অনিশ্চয়তার মধ্যে ছিল। দেশটিতে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠিয়ে তাদের প্রতিবেদনের উপর ভিত্তি করেই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০০৬ সালের পর বাংলাদেশ নারী ক্রিকেট দলের এটাই প্রথম পাকিস্তান সফর। আর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি খেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চান সালমা-পান্না-জাহানারারা।

টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ নারী দলের পাকিস্তান মিশন। বুধবার প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সালমা বাহিনী। ২ অক্টোবর হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

এরপর ৪ অক্টোবর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৬ অক্টোবর হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে। সবগুলো ম্যাচই হবে করাচির সাউথ এন্ড ক্লাব মাঠে।

বাংলাদেশ নারী ক্রিকেট দল:

সালমা খাতুন, জাহানারা আলম, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, লতা মণ্ডল, আয়েশা রহমান শুকতারা, পান্না ঘোষ, শারমীন আক্তার সুপ্তা, ফহিমা খাতুন, শামীমা সুলতানা, রিতু মণি, নিগার সুলতানা, খাদিজাতুল কুবরা, শারমীন সুলতানা, নাহিদা আক্তার।

স্ট্যান্ডবাই : সানজিদা ইসলাম ও সুমনা আক্তার।



মন্তব্য চালু নেই