পাকিস্তানে নিরাপত্তা দল পাঠাচ্ছে বিসিবি

এ যাবৎকালের সেরা একটি অধ্যায় শেষ করে বর্তমান সাময়িক বিরতিতে রয়েছেন মাশরাফি-সাকিব-মুশফিকরা। পাকিস্তান ও ভারতের পর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার মতো ক্রিকেট পরাশক্তিদের হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে টাইগারা।

এবার মহিলা ক্রিকেট দলের দিকে মনযোগ দিতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চলতি বছরের অক্টেবরে পাকিস্তান সফরে যেতে পারেন প্রমীলা ক্রিকেট দল। এর আগেই নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী সপ্তাহে পর্যবেক্ষনের জন্য একটি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠাবে বিসিবি।

গত বছর পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহারিয়ার খান বাংলাদেশে সফরের পর থেকে এ ধরনের একটি সিরিজের সম্ভবনা তৈরী হয়েছে। সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা প্রতিনিধি পাঠানোর ব্যাপরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘পাকিস্তানের নিরাত্তা ব্যবস্থা দেখতে আমাদের নিরাপত্তা প্রতিনিধি দল পাকিস্তানে যাবে। এই বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। দু’য়েক দিনের মধ্যেই এর তারিখ নিধার্রণ হতে পারে। পাকিস্তানে সফরটি অক্টেবরে হতে পারে।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গত সপ্তাহে এ প্রসঙ্গে বলেছিলেন, ‘তারা (পিসিবি) আমাদেরকে একটি প্রস্তাব পাঠিয়েছে। আমাদের নারী দলের সদস্যরা বিদেশে গিয়ে খেলার জন্য বেশ আগ্রহী। পাকিস্তান আমাদেরকে প্রস্তাব দিয়েছে এবং আমরা সেটি ভেবে দেখছি। সব কিছু ঠিক থাকার পর নারী ক্রিকেটার রাজী হলেও বেশ কিছু কারণ থেকে যায়। এটি চূড়ান্ত হতে এখনো অনেক সময় বাকি।’



মন্তব্য চালু নেই