পাকিস্তানে নিখোঁজ ব্লগারদের পক্ষে টুইট করায় ছাত্রকে মারধর

পাকিস্তানে নিখোঁজ ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের পক্ষে টুইট করায় এক ছাত্রকে মারধর করেছে তার সহপাঠীরা।

লাহোরের পাঞ্জাব ইউনিভার্সিটি ল’ কলেজের একটি ছাত্রাবাসে মঙ্গলবার এ ঘটনা ঘটে। খবর দ্য ডনের।

জানা গেছে, নিখোঁজ ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের সমর্থন করে টুইটারে বিখ্যাত কবি ফয়েজ আহমাদ ফয়েজের একটি কবিতা শেয়ার করেন ওই আক্রান্ত ছাত্র।

পাঞ্জাব ইউনিভার্সিটির একজন কর্মকর্তা ডনকে বলেন, একদল শিক্ষার্থী ছাত্রাবাসে ওই ছাত্রের কক্ষে গিয়ে তাকে পিটুনি দেয়।পরে তাকে চিকিৎসা দেয়া হয়।

পাঞ্জাব ইউনিভার্সিটির মুখপাত্র বলেছেন, ওই ছাত্রকে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন এবং জড়িতদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়েল ভিসি ড. জাফর মুঈন নাসির।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পাকিস্তানে খ্যাতিমান কবি ও শিক্ষক সালমান হায়দার, ওয়াকাস গোরায়া, আসিম সাইদ, এবং আহমেদ রাজা নাসির নামে চারজন ব্লগার নিখোঁজ হন। এনিয়ে দেশটিতে উদ্বেগ তৈরি হয়েছে।



মন্তব্য চালু নেই