পাকিস্তানে এলিট ফোর্স কমান্ডার কাদরির ফাঁসি কার্যকর

পাকিস্তানের পাঞ্জাবের প্রাক্তন গভর্নর সালমান তাসিরকে হত্যার দায়ে দেশটির এলিট ফোর্স কমান্ডার মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার ভোরে আদিয়ালা কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়।

২০১১ সালের ৪ জানুয়ারি প্রকাশ্য দিবালোকে ইসলামাবাদের কোহসার মার্কেটে ২৮টি গুলি করে তাসিরকে হত্যা করেন কাদরি । ওই বছরের ১ অক্টোবর কাদরির মৃত্যুদণ্ডের রায় দেন দেশটির একটি আদালত। পরে প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন করলে তাও প্রত্যাখ্যাত হয়। কাদরির দাবি, দেশটির ব্লাসফেমি আইনের সমালোচনা করায় তিসারকে তিনি হত্যা করেছেন।

স্থানীয় পুলিশের শীর্ষ কর্মকর্তা সাজ্জিদ গোন্ডাল বার্তা সংস্থা এএফপিকে জানান, সোমবার ভোর সাড়ে ৪টায় আদিয়ালিয়া কারাগারে কাদরির ফাঁসি কার্যকর হয়েছে। এক কারা কর্মকর্তাও ফাঁসি কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুমতাজ কাদরির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কঠোর নিরাপত্তায় কারাগার থেকে মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। রোববার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে কাদরি শেষ সাক্ষাৎ করেন।



মন্তব্য চালু নেই