পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড টেস্ট দলে নতুন মুখ

পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে নামার আগে ১২ সদস্যের ইংল্যান্ড দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে একমাত্র নতুন মুখ মিডলসেক্সের পেসার টবি রোল্যান্ড-জোনস। জেমস অ্যান্ডারসনের ইনজুরির কারণে ইংল্যান্ড দলে ডাক পান ডান হাতি এই পেসার।

টবি ছাড়াও পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টে দলে জায়গা হয়নি বেন স্টোকস এবং জস বাটলারের। তারা দুজনই ইনজুরির কারণে ছিটকে গেছেন প্রথম টেস্ট থেকে। ইংলিশ ব্যাটসম্যান নিক কম্পটনের সাময়িক অবসরের কারনে দলে অনেকদিন পর ডাক পেয়েছেন গ্যারি বিলিংস।

২৮ বছর বয়সি পেসার টবি রোল্যান্ড-জোনস মিডলসেক্সের হয়ে গত কয়েক মৌসুম দারুণ পারফর্ম করে আসছিলেন। শেষ ম্যাচে ইয়র্কশায়ারের বিপক্ষে দলের জয়ে গূরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। ব্যাট হাতে ৭৯ রানে অপরাজিত থাকার পর বল হাতে দুই ইনিংসে নিয়েছেন ৬ উইকেট।

শ্রীলঙ্কা সিরিজে ওপেনিংয়ে অসাধারণ খেললেও জ্যাসন রয়কে এখনই টেস্ট দিলে নিতে নারাজ অ্যালিস্টার কুক। লাল বলে আরো অনুশীলনের পরেই তাকে সাদা জার্সি গায়ে দেখতে চান তিনি। এছাড়া শ্রীলঙ্কা সিরিজে দলে ডাক পেলেও এক ম্যাচও না খেলা জ্যাক বল রয়েছেন পাকিস্তানের বিপক্ষে লর্ডস টেস্টের একাদশে।

ইংল্যান্ড দল: অ্যালেস্টার কুক (অধিনায়ক), অ্যালেক্স হেলস, জো রুট, জেমস ভিঞ্চ, গ্যারি ব্যালেন্স, জনি ব্রেয়াটসো, মঈন আলী, ক্রিস ওয়াকস, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন, জেক বল, টবি রোল্যান্ড-জোনস।



মন্তব্য চালু নেই