পাকিস্তানের আরেকটি ‘বাধা টপকানোর’ সুযোগ

শোয়েব মালিকের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে সহজেই জিতে নেয় পাকিস্তান। ২০০৯ সালের পর প্রথম কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ ঘরের মাঠে জিতেছে পাকিস্তান।

ঘরের মাঠে সিরিজ আয়োজন করে এরই মধ্যে সুনাম কুড়াচ্ছে পাকিস্তান। নিরাপত্তার কারণে ২০০৯ সালের পর কোনো দল পাকিস্তানে যায়নি। জিম্বাবুয়ে সাহস করে পাকিস্তানের জন্যে এগিয়ে এসেছে। দুটি টি-টোয়েন্টির পর একটি ওয়ানডে ম্যাচ সফলভাবে শেষ হয়েছে। এর মধ্যে দুই দল অনুশীলনও করছে। এখন পর্যন্ত কোনো অপ্রতিকর ঘটনা ঘটেনি দেশটিতে।

এবার পাকিস্তানের সামনে আরেকটি বাধা! ২০১৩ সালের পর এখন পর্যন্ত একটিও ওয়ানডে সিরিজ জেতা হয়নি পাকিস্তানের। সবশেষ ওয়ানডেটি জিতেছিল সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে। প্রায় দুই বছর হয়ে যাচ্ছে, ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাচ্ছে না পাকিস্তান। আজ সেই বাধা টপকানোর সুযোগ পাকিস্তানের সামনে।

বাধা টপকানোর প্রথম সমীকরণে এগিয়ে পাকিস্তান। কারণ শুক্রবারের ম্যাচে জিম্বাবুয়ে দলে খেলা হচ্ছে না দলটির নিয়মিত অধিনায়ক এলটন চিগাম্বুরার। যার কারণে খানিকটা স্বস্তিতে রয়েছে স্বাগতিক দল। প্রথম ওয়নাডেতে পাকিস্তান ৩৭৬ রান তুলেও অস্বস্তিতে ভোগে। কারণ চিগাম্বুরা ৯৫ বলে ১১৭ রানের ইনিংস খেলে বারবার পাকিস্তান দুর্গ কাঁপিয়ে দেন।কিন্তু শেষ পর্যন্ত হয়েও আর হয়নি। ৪১ রানের ব্যবধানে হারতে হয় সফরকারীদের।

লাহোরে শুক্রবার দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়। সরাসরি দেখাবে টেন ক্রিকেট। দুই দল আজ নিজেদের মধ্যে ৫০তম ম্যাচটি খেলবে। এর আগে ৪৯ ম্যাচে জিম্বাবুয়ের তিন জয়ের বিপরীতে পাকিস্তানের জয় ৪৪ ম্যাচে। ১টি ম্যাচ ড্র ও ১টি ম্যাচে কোনো ফলাফল আসেনি।



মন্তব্য চালু নেই