পাকিস্তানি নায়িকা নিয়ে শাহরুখের বিপত্তি

বলিউডে ভালোই প্রভাব ফেলেছে ভারত-পাকিস্তানের রাজনৈতিক বৈরিতা। একাধিক রাজনৈতিক দলের হুমকির মুখে ইন্ডিয়ান মোশন পিকচার প্রডিউসারস এসোসিয়েশন (আইএমপিপিএ) সম্প্রতি পাকিস্তানি তারকাদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। তার নগদ ফল পাচ্ছেন শাহরুখ খান।

গ্যাংস্টার থ্রিলার ‘রয়িস’-এ শাহরুখের বিপরীতে অভিনয় করছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সিনেমাটির কিছু দৃশ্য বাকি থাকায় মুশকিলে পড়েছেন এ অভিনেতা। খবর বিজনেস অব সিনেমা।

মোশন পিকচার প্রডিউসারস এসোসিয়েশন প্রথমদিকে জানায়, করণ জোহর পরিচালিত ও পাকিস্তানি তারকা ফাওয়াদ খান অভিনীত ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এবং ‘রয়িস’-এর দৃশ্যায়ন নিষেধাজ্ঞার আগেই শেষ হয়েছে। তাই সিনেমা দুটির উপর নিষেধাজ্ঞার খড়গ নামছে না। এবার জানা গেল, করণের ছবিটি পার পেলেও শাহরুখেরটি পাচ্ছে না।

‘রয়িস’-এর মূল অংশের দৃশ্যায়ন শেষ হয়েছে বেশ আগেই। বাকি আছে কয়েকটি দৃশ্য ও গানের শুটিং। আগের শিডিউল মতে, ওই অংশের চিত্রায়ন ভারতেই হওয়ার কথা রয়েছে। এখন তা সম্ভব নয়।

বলা হচ্ছিল, শাহরুখের অংশের দৃশ্যায়ন হবে মুম্বাইয়ে, অন্যদিকে বিদেশের লোকেশনে ক্যামেরার সামনে দাঁড়াবেন মাহিরা। ঝামেলা হল কিছু দৃশ্যে দুই তারকাকে একসঙ্গে লাগবে। আবার ‘দ্য রিং’ ও ‘ডিয়ার জিন্দেগি’ সিনেমার টানটান শিডিউলের কারণে শাহরুখের হাতে সময়ও কম, অথচ ‘রয়িস’ মুক্তি পাবে জানুয়ারিতে।

সব মিলিয়ে ‘রয়িস’ শিবিরে চলছে নানা ধরনের হিসেব-নিকেশ। এদিকে সিনেমাটির সঙ্গে একইদিন মুক্তি পাবে হৃতিক রোশন অভিনীত ‘কাবিল’। তাই চিত্রায়নে কোনো ধরনের খুঁত চলবে না। দেখা যাক, শাহরুখ কীভাবে জটিল এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।



মন্তব্য চালু নেই