পাকিস্তানকে কলকাতায় খেলার প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

ধর্মশালার পরিবর্তে কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানকে খেলার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসি। এর আগে পাকিস্তান জানিয়ে দিয়েছে, শর্ত না মানা পর্যন্ত আপাতত ভারতে আসছে না তারা।

পিসিবির বরাত দিয়ে দ্য ডন বলছে, ধর্মশালা থেকে ম্যাচ সরিয়ে নিতে রাজি হয়েছে ভারত। পাকিস্তান হয়তো নতুন ভেন্যুতে খেলতে রাজি হবে।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছেন বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বলেছেন, ‘নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি বুধবার পাক দলের ভারতে খেলতে যাওয়ার বিষয়টি ঠিক করবেন।’

নিরাপত্তা খতিয়ে দেখতে পাক বোর্ডের যে প্রতিনিধিরা ভারতে এসে ছিলেন তাঁরা ধর্মশালা নিয়ে তাঁদের আপত্তির কথা পাকিস্তান সরকারের কাছে আগেই জানিয়ে ছিলেন।

হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচে, শুধু ক্রিকেটারদের জন্য নয়, পাক মিডিয়া এবং ফ্যানদের পক্ষেও ধর্মশালা যথেষ্ট নিরাপদ নয় বলে দাবি করেছেন ওই প্রতিনিধিরা।

পাকিস্তান কলকাতায় খেলতে রাজি হবে আশা করা হচ্ছে। কেননা তারা আগে কলকাতা অথবা মোহালিতে খেলতে চেয়েছিল।

বিসিসিআই ইঙ্গিত দিয়েছে ধর্মশালার খেলা কোন ভাবেই মোহালিতে স্থানান্তরিত করা সম্ভব নয়।

তবে চাইলে কলকাতার ইডেনে খেলা যেতে পারে।



মন্তব্য চালু নেই