পাওয়া গেল দানবীয় ডাইনোসরের হাড়গোড়

আর্জেন্টিনায় পাওয়া গেল এযাতকালের আবিষ্কৃত বৃহত্তম ডাইনোসরের জীবাশ্ম। জীবাশ্মে পরিণত হওয়া হাড়গোড়গুলোর আকার আকৃতি দেখে মনে হচ্ছে ১০ কোটি বছর আগে পৃথিবী দাপিয়ে বেড়ানো দানবীয় প্রাণীগুলোর মধ্যেই এটিই সর্ববৃহৎ।

বিশালাকৃতির উরুর হাড় দেখে ধারণা করা হচ্ছে, এসব ডাইনোসর লম্বায় ৪০ মিটার এবং উচ্চতায় ২০ মিটার ছিল। ওজন ছিল কমপক্ষে ৭৭ টন যা ১৪টি আফ্রিকান হাতির সমান। আর এর আগে আবিষ্কৃত সর্ববৃহৎ ডাইনোসর আর্জেন্টিনোসোরাসের চেয়ে সাত টন বেশি।

বিজ্ঞানীদের ধারণা, এটি টিটানোসোরাসেরই একটি নতুন প্রজাতি। তৃণভোজী এই দানবগুলো ক্রেটাসিয়াস পরবর্তী যুগে পৃথিবীতে ছিল। ১০ কোটি পাঁচ লাখ থেকে ৬ কোটি ৬০ বছর আগের সময় হবে এটি।

আর্জেন্টিনার পাতাগোনিয়াতে ত্রেলিউ থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে এই জীবাশ্মটির প্রথম সন্ধান পান স্থানীয় এক কৃষিশ্রমিক। হাড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলেন তিনি। এরপরই বিজ্ঞানীদের একটি দল সেখানে গিয়ে হাড়গোড়গুলো উদ্ধার করে।

সেখানে সাতটি ডাইনোসরের কঙ্কালের অংশবিশেষ পাওয়া গেছে। সব মিলিয়ে পাওয়া গেছে প্রায় ১৫০টি হাড়।

বিজ্ঞানীদের ধারণা, এই দানবীয় তৃণভোজীগুলো পাতাগোনিয়ার জঙ্গলে চড়ে বেড়াত ৯ কোটি ৫০ লাখ বছর থেকে ১০ কোটি বছর আগে।



মন্তব্য চালু নেই