পাঁচ লাখ পেরিয়ে ইমরান-পলক

সকালের রোদ বলে যায়, দিনটা কেমন হবে। ‘সবাই চলে যাবে’ গানটি ইউটিউবে প্রকাশের পর তেমন ইঙ্গিতই পেয়েছেন ঢাকার ইমরান ও বলিউডের পলক মুচ্ছাল।

চলতি মাসের ৮ তারিখ গানটি মুক্তির প্রথম ২৪ ঘন্টায় ৬০ হাজার ভিউয়ার অতিক্রম করেছে গানটি। সেটি ছিল দিনের ঝলমলে শুরু। আর ২০ দিনের মাথায় বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে সেটি পৌঁছেছে পাঁচ লাখের ওপরে! যেমনটা সচরাচর ঘটে না এখানে।

শুধু ইউটিউবেই নয়, ফেসবুককেন্দ্রিক বাংলা গানের দর্শক-সমালোচক এবং মিডিয়া সেলিব্রেটিরাও ‘সবাই চলে যাবে’ শিরোনামের এই গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন নিয়মিত। মুগ্ধতা আর অভিনন্দন বৃষ্টিতে ভিজছেন গানটির গীতিকবি জুলফিকার রাসেল এবং সুরকার-কণ্ঠশিল্পী ইমরান।

অন্যদিকে খবর মিলছে গানটির মডেল সায়রা জাহান এখন বেশ কদর পাচ্ছেন মিউজিক ভিডিও তথা অভিনয় অঙ্গন থেকে, ভিডিওটির দৌলতে।

এদিকে বাজার চলতি রিদমিক-র‌্যাপ আর চটুল গানের ভিড়ে ধীরলয়ের এই গানটি থেকে এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত ইমরান।

তার ভাষায়, ‘এই ছোট্ট জীবনে অনেক গানই করেছি। জনপ্রিয় গান আর ভিডিওর সংখ্যাও নেহায়েত কম নয় আমার। তবে এই গানটি আমার ক্যারিয়ারের বাঁক বদলের মাধ্যম বলেই বিবেচনা করছি।’-বাংলাট্রিবিউন



মন্তব্য চালু নেই