পাঁচ মিনিটেই কফি মগের পুরনো দাগ দূর!

সকাল কিংবা অলস বিকেল- এক কাপ কফি ছাড়া যেন আয়েস জমে না। আয়েসের সঙ্গে সৌখিনতা তার সঙ্গে আবার চাই মানানসই আধুনিক ডিজাইনের কফি মগ। কিন্তু কিছুদিন পর দেখা গেল আপনার সুন্দর কফি মগে লেগে গেছে কালচে দাগ। রাগে দুঃখে শখের মগটি ফেলে দিতে মন চাই। কিন্তু কেন, উপায় তো আপনারই হাতে। ঝটপট তুলে ফেলুন দাগ, আর পেয়ে যান নতুনের মতো চকচকে কফি মগ। জেনে নিন সহজেই কফি মগ থেকে পুরনো দাগ দূর করার উপায়।

একটুখানি লবণ, বেকিং সোডা, হোয়াইট ভিনেগার আর সামান্য পানি দিয়ে পেস্ট করে নিন। নরম একটি কাপড়ে এই পেস্টটি নিয়ে কাপের পুরো অংশে ভালোভাবে লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এরপর হালকা ঘষতে থাকুন যতক্ষণ না দাগ উঠে যায়। দাগ উঠে গেলে আবার পরিষ্কার পানি দিয়ে কাপ ধুয়ে মুছে ফেলুন। দেখুন আপনার পুরানো মগ আবার কেমন নতুনের মতো চকচক করবে।

আপনি চাইলে ডিমের কুসুম দিয়েও কাপ থেকে দাগ তুলে ফেলতে পারেন। এতে আপনাকে ডিমের কুসুম একটি কাপড়ে লাগিয়ে কাপের দাগে ঘষে কিছুক্ষন লাগিয়ে অপেক্ষা করতে হবে। এরপর সামান্য ঘষে ধুয়ে ফেলুন, দেখুন দাগ চলে গেছে।



মন্তব্য চালু নেই