পাঁচ বলে পাঁচ ছয়!

চলতি বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ব্যাট হাতে দারুণ চমক দেখালেন ব্রিসবেন হিটের অধিনায়ক ক্রিস লিন। মেলবোর্ন স্টারসের বিপক্ষে পরপর পাঁচ বলে টানা পাঁচ ছয় হাঁকিয়েছেন তিনি।

বৃহস্পতিবার টসে হেরে আগে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে প্রতিপক্ষ দলের বোলার বেন হিলফেনাসের উপর চড়ে বসেন ক্রিস লিন। প্রথম বলটিতে কোন রান না আসলেও পরের পাঁচ বলে টানা পাঁচ ছয় হাঁকান হিটের অধিনায়ক। যার মধ্যে প্রথম ছয়টি চলতি আসরের এখন পর্যন্ত সবচেয়ে বড় ছয়ের রেকর্ড ধরা হয়(১২৩ মিটার)।

শেষ পর্যন্ত ক্রিস লিনের ব্যাটে ভর করেই ১৮৮ রান তুলতে সমর্থ হয় ব্রিসবেন হিট। ২৪ বলে ৫৬ রানের দলীয় সর্বোচ্চ ইনিংস খেলে অ্যাডাম জামপার বলে আউট হন।

প্রসঙ্গত, এই ম্যাচে ৫৬ রানের বড় জয় তুলে নেয় লিনের ব্রিসবেন হিট।



মন্তব্য চালু নেই