পাঁচবিবিতে ৫ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

তোহা আলম প্রিন্স, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ বৃক্ষ মানুষের পরম বন্ধু। অর্থদেয়। ছায়া দেয়। দেশের সম্পদ। আপনারও সম্পদ। বেশি বেশি বৃক্ষ লাগান। ফল খান। সুস্থ্য থাকুন।

সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্তরে ৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে এ কথাগুলো বললেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। তিনি আরোও বলেন, প্রতিদিন একটি করে বৃক্ষ লাগান। পরিবেশ বাঁচান। গড়ে তুলুন সুন্দর একটি সুবজ পাঁচবিবি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বহী কর্মকর্তা মোঃ ফিরোজ হাসান পাভেল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সমছুল আলম দুদু। বিশেষ অতিথি পৌরসভা মেয়র হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, থানার অফিসার্স ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট, মহিলা ভাইস চেয়ারম্যান দৌলতুন নাহার দোলন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, নার্সারী সমিতির সভাপতি জায়বর আলী প্রমুখ।

অনুষ্ঠানে সফল কৃষক নিঝুমসহ প্রায় ২০ টি প্রতিষ্ঠানকে বিনামূল্যে বৃক্ষের চারা বিতরণ করা হয়। মেলাঙ্গনে বিভিন্ন প্রজাতির ছোট বড় ১৮ টি বৃক্ষের ষ্টল স্থান পায়েছে। শেষে অতিথি বৃন্দরা মেলার বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন।



মন্তব্য চালু নেই