পাঁচবিবিতে জেলা পরিষদের জায়গা দখল করে চলছে পজিশন বিক্রয়ের বানিজ্য

তোহা আলম প্রিন্স ॥ পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে জেলা পরিষদের জায়গা দখল করে চলছে পজিশন বিক্রয়ের বানিজ্য। এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা গেছে, বাগজানা বাস স্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে উচ্চ বিদ্যালয় মাঠ সংলগ্ন জেলা পরিষদের জায়গায় বহু দিন থেকে এক শ্রেনীর ভূমি দখল কারীরা জেলা পরিষদের অনুমতি ছাড়াই নির্মান করেন টিন সেডের ঘর। সে ঘরে ১ বছর দোকান করে পরে বাদ দিয়ে জায়গা দখল পাকাপুক্ত হওয়ার পরে বিপুল অংকের টাকার বিনিময়ে দোকন ঘর গুলির পজিশন অন্যের নিকট বিক্রয় করে দিচ্ছে। আরোও একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাগজানা বাসস্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে জেলা পরিষদের পরিত্যাক্ত জায়গায় সর্বপ্রথম টিন দ্বারা ঘর নির্মান করে এনামুল হক। সে হাতে গোনা কিছু দিন দোকান চালিয়ে ভুট্টু নামের এক ব্যক্তির নিকট ঘর সহ পজিশন বিক্রয় করে প্রায় ৫০ হাজার টাকায়। এদিকে ভ্ট্টুুও বেশ কিছু দিন দোকান করার পর ২ থেকে ৩ মাস পর বিপ্লব নামক এক ব্যক্তির নিকট ঘর ও পজিশন বিক্রয় করে দেয়। ইতিপূর্বে আরও কয়েকটি দোকান পজিশনসহ টাকার বিনিময়ে বিক্রয় করে দেয় দখলকারীরা। আর এভাবেই জেলা পরিষদের জায়গা গুলোর পজিশন বানিজ্য চলছে নির্বিঘেœ। এলাকবাসীর প্রশ্ন জায়গা সরকারের আর প্রতি বছর পজিশন বিক্রয় করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর ভূমি দখলবাজরা।

এ বিষয়ে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক সোলেমান আলীর সঙ্গে জায়গা দখলের বিষয়ে ফোনে কথা বলার চেষ্ঠা করলে তিনি ফোন রিসিভ করেননি।



মন্তব্য চালু নেই