পাঁচঘন্টা সেলফি তুলেই কাটান মহিলারা

যুব সমাজের কাছে তাদের স্মার্টটি অন্যন্ত দামী৷ তারা নাওয়া খাওড়া ভুলতে পারেন কিন্তু মিনিটে ফোন চেক করা কথা ভোলা তাদের পক্ষে মুশকিলই নয় অসম্ভব৷ তবে সুন্দরীদের ক্ষেত্রে ফোন চেক করার থেকেও গুরুত্বপূর্ণ হল সেলফি তোলা৷ জানেন কি একজন মহিলা কেবল সেলফির পিছনে কতটা সময় ব্যয় করেন?

এক নয়া গবেষণায় দেখা গিয়েছে একজন সুন্দরী যুবতী দিনে ৪৮ মিনিটের হিসেবে সপ্তাহে প্রায় পাঁচঘন্টা ৩৬ মিনিট সেলফি তুলেই কাটিয়ে দেন৷ সেলফি তোলার সময় অবশ্যই বেশির ভাগ সময়ই সঠিক ভঙ্গি, লাইন আর অ্যাঙ্গেল খুঁজতে খুঁজতেই চলে যায়৷

গবেষণায় আরও দেখা গিয়েছে, প্রতি ১০ জন যুবতীর মধ্যে একজন বাথরুম, গাড়ি বা অফিসে তোলা সেলফি দিয়েই মোবাইলে অর্ধেক মেমোরি ভরে রাখানে৷ এই গবেষণায় ১৬ থেকে ২৫ বছর বয়সি প্রায় ২০০০ যুবতীকে নেওয়া হয়েছিল যারা প্রত্যেকেই জানিয়েছেন, তারা দিনে অন্তত একবার হলেও সেলফি তোলেন৷ দেখা গিয়েছে, অর্ধেকের বেশি মহিলা জানিয়েছে, কোনও কোনও সময়ে একটি ভাল সেলফি তার মন ভালো করে দেয়৷ যদিও ২২ শতাংশ মহিলার মতে সোশ্যাল সাইটে লাইক পাওয়ার পরেই সেলফি প্রতি আগ্রহ বেড়ে গিয়েছে তাদের৷



মন্তব্য চালু নেই