পহেলা বৈশাখে রমনায় হেলিকপ্টারে টহল দেবে র‌্যাব

পহেলা বৈশাখে রমনা পার্ক এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার উদ্যোগ নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সেদিন ওই এলাকায় র‌্যাব সদস্যরা সার্বক্ষণিক টহল দেবে।

মঙ্গরবার বিকাল চারটার দিকে রমনা বটমূলে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বেনজির আহমেদ বলেন, র‌্যাব সদস্যদের পাশাপাশি জনগণের নিরাপত্তায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। রমনা ও রবীন্দ্র সরোবর এলাকায় র‌্যাব সদস্যরা হেলিকপ্টারে টহল দেবে।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে সব সময়ই প্রস্তুত রয়েছে র‌্যাব। পহেলা বৈশাখে পরিবার-পরিজন নিয়ে সবাই যাতে অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করতে পারে, সেজন্য পুলিশের পাশাপাশি র‌্যাবও কয়েক স্তরের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। রমনা পার্ক এলাকায় বসানো হয়েছে ওয়াচ টাওয়ার। এছাড়া থাকছে ডগ স্কোয়াড, প্রতিটি পয়েন্টে র‌্যাব কঠোর নজরদারি করবে। সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হবে। রমনা পার্কের প্রতিটি পয়েন্টে র‌্যাব সদস্যরা কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে।



মন্তব্য চালু নেই