‘পহেলা বৈশাখে মোটরসাইকেলে একজনের বেশি নয়’

বাংলা বর্ষবরণের দিন মোটরসাইকেলে একজনের বেশি চলাচল করতে দেবে না সরকার। ওইদিন চালক ছাড়া আর কোনো আরোহী মোটরসাইকেলে চড়তে পারবেন না।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সচিবালয়ে সোমবার আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘নববর্ষের দিন কোনোক্রমেই মোটরসাইকেলে একজনের বেশি আরোহীকে আমরা চলতে দেব না। যারা মোটরসাইকেল চালান তারা যাতে কোনো আরোহীকে না নেন। এ বিষয়ে আমাদের বিশেষ নজর থাকবে।’

এছাড়া, পহেলা বৈশাখের দিন কাঁধে ব্যাগ পরিহার করার আহ্বানও জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘অনেকে কাঁধে ব্যাগ নিয়ে ঘোরেন। পহেলা বৈশাখের দিন এই ধরণের ব্যাগ পরিহার করবেন। বিশেষ প্রয়োজনে ব্যাগ বহন করতে হলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখাতে বলা মাত্র দেখিয়ে দেবেন। তবে ব্যাগ না নিয়ে চলার জন্যই বিশেষভাবে অনুরোধ করব।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন, র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই