পশ্চিমবঙ্গে ভেঙে পড়ল প্রশিক্ষণ বিমান

ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর অঞ্চলের কলাইকুণ্ডায় বায়ুসেনার বিমানঘাঁটিতেই ভেঙে পড়ল একটি হক বিমান। তবে কোনো হতাহতের আশঙ্কা নেই। বিমানটিতে দুইজন চালক ছিলেন। তারা নিরাপদে বেরিয়ে আসেন। বিমানটিকে প্রশিক্ষণের কাজে ব্যবহার করা হত।

গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ এ রাজ্যে বায়ুসেনা ঘাঁটি কলাইকুণ্ডা থেকে ‘টেক অফ’ করে বিমানটি। এয়ার স্টেশনের ভিতরেই ভেঙে পড়ে বিমানটি।

বায়ুসেনা সূত্রে জানানো হয়েছে, কলাইকুণ্ডা থেকে বিমানটি ওড়ার মিনিটখানেক পরেই প্রযুক্তিগত সমস্যা ধরা পড়ে। এরপরই বিমানটিকে নামানোর চেষ্টা করেন চালক। গত বছর জুন মাসেও ঠিক এই জায়গাতেই আরেকটি ‘হক ট্রেনার’ বিমান ভেঙে পড়েছিল।

এ দিনের বিমান ভাঙা নিয়ে নিজস্ব তদন্ত কমিটি ‘কোর্ট অফ এনকোয়ারি’ গঠন করেছে বায়ুসেনা।



মন্তব্য চালু নেই