পশুপালন অনুষদের ২দিনব্যাপী র‌্যাগ ডে অনুষ্ঠান

নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের দুইদিনব্যাপী র‌্যাগ ডে পালিত হচ্ছে। রবিবার বেলা ১১টার দিকে পশুপালন অনুষদীয় গ্যালারীতে র‌্যাগ ডে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। ২০১১-১২সেশনের শিক্ষার্থীরা এই র‌্যাগ ডে অনুষ্ঠানের আয়োজন করে।

পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন র‌্যাগ ডে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

পশুপালন অনুষদের ডীন অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইরি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নজমুল হাছান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান প্রমুখ।

র‌্যাগ ডের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষার্থী স্বর্ণালী জাহান পান্না ও মো. রকুন্নুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে কেক কাটা হয়।



মন্তব্য চালু নেই