পর্তুগালে এক ঘণ্টা এগিয়ে গেলো ঘড়ির কাঁটা

ডে লাইট সেভিং টাইম (ডিএসটি) বা সূর্যের আলো কাজে লাগানোর রীতিতে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে পর্তুগালে।

২৬ মার্চ রোববার স্থানীয় সময় রাত ১টায় পর্তুগালে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে ২টায় আনা হয়।

গ্রীষ্মকালে সূর্যের আলো কাজে লাগিয়ে কর্মঘণ্টা বাড়াতে প্রতিবছর এভাবে ঘড়ির কাঁটা এগিয়ে নেওয়ার রীতি আছে ইউরোপের বিভিন্ন দেশে।

এদিকে, ঘড়ির কাঁটা এগিয়ে নেয়ার কারণে বাংলাদেশের সঙ্গে পর্তুগালের সময়ের ব্যবধান এক ঘণ্টা কমে দাঁড়িয়েছে ৫ ঘণ্টায়। আগে ইউরোপের এ দেশটির সঙ্গে বাংলাদেশের সময়ের ব্যবধান ছিল ৬ ঘণ্টা।

এছাড়া রোববার থেকে ইউরোপের আরেক দেশে ইতালিতেও ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নেয়ার কথা রয়েছে। দেশটিতে এদিন স্থানীয় সময় রাত ২টায় এক ঘণ্টা সময় এগিয়ে ৩টা করার কথা রয়েছে।



মন্তব্য চালু নেই