পরিবহন ধর্মঘটে অচল বৃহত্তর চট্টগ্রাম

৫ দফা দাবি আদায়ে পূর্বঘোষিত অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে বৃহত্তর চট্টগ্রামে পরিবহন ধর্মঘট চলছে। রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট চলবে। ধর্মঘটে বৃহত্তর চট্টগ্রাম অচল হয়ে পড়েছে। ব্যক্তিগত গাড়ি ছাড়া কোথাও কোনো গাড়ি চলছে না। লোকজন পেয়ে হেঁটে যাতায়াতা করছে।
গত ২৫ অক্টোবর এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
৫ দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক কনভেনশন ২০ দিন আগে পরিবহন শ্রমিক ধর্মঘটের ডাক দেয়। এ সময়ের মধ্যে দাবি আদায়ে সরকারের পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি।
৫ দফা দাবিগুলো হচ্ছে- চট্টগ্রামের বিভিন্ন পরিবহনের জন্য টার্মিনাল নির্মাণ করা, অবৈধ গাড়ি উচ্ছেদ ও যানজট নিরসন করা, সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করা, সড়কে পুলিশি হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া ও সড়ক দুর্ঘটনার জন্য এককভাবে পরিবহন শ্রমিকদের দায়ী না করে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করা।



মন্তব্য চালু নেই