পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নিশা দিশাইয়ের বৈঠক

নিরাপত্তা ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই।

বুধবার রাজধানীর মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মূলত কী কথা হয়েছে তা এখনও জানা যায়নি।

তবে ধারণা করা হচ্ছে, নিরাপত্তা নিশ্চিতকরণ ইস্যুসহ সন্ত্রাসবাদ ও উগ্রপন্থা দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

দেশাইর সফর সম্পর্কে মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহত্তর দ্বিপাক্ষিক সম্পর্ক ও নিরাপত্তা বিষয়ে যেসব ক্ষেত্রে উদ্বেগ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবেন তিনি।

এ ছাড়া স্থানীয় মানবাধিকার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আলোচনা এবং যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার সকাল ৯টায় তিন দিনের সফরে ঢাকা পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

প্রসঙ্গত, চতুর্থবারের মতো বাংলাদেশ সফরে এলেন নিশা দেশাই। এ সফরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের সঙ্গেও তার বৈঠকের কথা রয়েছে।



মন্তব্য চালু নেই