পরপর তিন আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা পাকিস্তানে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার চারসাদ্দা জেলার আদালত চত্বর পরপর তিন আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠেছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই তিন আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির আইনশৃঙ্খলবাহিনী।

মঙ্গলবার সকালের দিকে চারসাদ্দা জেলার টঙ্গি বাজার স্থানীয় আদালত চত্বরে ওই হামলা হয়েছে। নিরাপত্তাবাহিনীর গুলিতে তিন হামলাকারী নিহত হয়েছে বলে দাবি করা হলেও বিস্ফোরণে হতাহতের পরিমাণ জানাতে পারেনি কর্তৃপক্ষ।

স্থানীয় টেলিভিশন চ্যানেল বলছে, পেশওয়ার থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের চারসাদ্দায় আত্মঘাতী বিস্ফোরণে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। হামলাকারীরা আদালত চত্বরের ভেতরে ঢুকে গুলি ও হাতবোমা নিক্ষেপ করেছে।

দেশটির জাতীয় দৈনিক ডন বলছে, বিস্ফোরণের পর পেশওয়ার থেকে অন্তত ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। দেশটিতে সাম্প্রতিক জঙ্গি হামলা বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনীর কঠোর অভিযানে শতাধিক জঙ্গি নিহতের দাবির মাঝেই এ হামলা হলো। গত বছরের মার্চে এই জেলায় বোমা বিস্ফোরণে ১৭ জনের প্রাণহানি ঘটে।



মন্তব্য চালু নেই