পত্মীতলায় বিএনপি চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন, পুরো বাড়ি ভস্মীভূত

গোলাপ খন্দকার, (সাপাহার) নওগাঁ: নওগাঁর পত্মীতলা উপজেলার নিরমইল ইউপি নির্বাচনে বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমানের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই আগুনে দুটি বাড়ি ভস্মীভূত হয়েছে। রবিবার রাত আনুমানিক ২ টার সময় ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বড় বিদিরপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নির্মইল ইউনিয়নের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান অভিযোগ করেন, বড় বিদিরপুর গ্রামের তারিকুল ইসলামের বাড়ির বারান্দায় তাঁর নির্বাচনী পোষ্টার সহ গত কয়েকদিন আগে একটি নির্বাচনী ক্যাম্প করা হয়েছিল। ওই ক্যাম্পে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা বসে নির্বাচনী প্রচারনা চালাতো। গত রবিবার রাত আনুমানিক ২টার সময় কে বা কাহারা ওই ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই ওই আগুন তারিকুল ইসলামে বাড়ি ও পার্শ্বের আরেকটি বাড়িতে লেগে যায়।

ওই আগুনে দুটি বাড়ির বারান্দার টিন, খড়ের চাল সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়। রাতেই এলকাবাসী আগুন নিয়ন্ত্রন করেছিলেন। বাড়ির মালিক তারিকুল ইসলাম বলেন, অগ্নিকান্ডে দুটি বাড়ির প্রায় লক্ষাধীক টাকার ক্ষতিসাধন হয়েছে।

এ বিষয়ে পত্মীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন অগ্নিকান্ডের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছুই জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।



মন্তব্য চালু নেই