পত্নীতলায় শহীদ হালিম নগর দিবস পালিত

স্বাধীনতার ৪৩ বছরেও পত্নীতলা উপজেলার নিরমইল ইউনিয়নের হালিম নগর বধ্যভূমির স্মৃতি রক্ষায় কেউ এগিয়ে না এলেও একুশে উদযাপন পরিষদ নওগাঁ শাখার সহযোগীতায় নিরমইল হালিম নগর বধ্যভূমি সংরক্ষন পরিষদ-এর ব্যানারে একটি সংগঠন এতদিন পরে হলেও দিবসটি পালনে এগিয়ে এসেছে।গতকাল রোববার সংগঠনের পক্ষথেকে বধ্যভূমি প্রাঙ্গনে একটি বেদি নির্মান করে শহীদের স্মরনে পুষ্পস্তবক অর্পন ও দাড়িয়ে একমিনিট নিরবতা পালন করেন।এরপর হালিমনগর বধ্যভূমি সংরক্ষন পরিষদ এর আহব্বায়ক রমেন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তৃতায় একুশে উদযাপন পরিষদ নওগাঁ শাখার সভাপতি এ্যাডঃ ডি এম আব্দুলবারী দিবসটি ও বধ্যভূমির লোমহর্ষক ঘটনার বর্ননা করেন।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল এছাড়া সাপাহার উপজেলার বিশিষ্ট সিনিয়র সাংবাদিকগন বক্তব্য রাখেন।উল্লেখ্য যে ১৯৭১ সালের ৩০ নভেম্বর পাকহানাদার ও তাদের দোসর আলবদররা এলাকার প্রায় ৩৬ জন মুক্তিকামীজনদের নিশৃংসভাবে হত্যা করে।



মন্তব্য চালু নেই