পত্নীতলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ভোদন করলেন সংসদ হুইপ

নওগাঁর পত্নীতলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ভোদন করেছেন নওগাঁ(৪৭-২) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদ হুইপ আলহাজ্ব শহীদুজ্জামান সরকার বাবলু। তিনি গতকাল উপজেলা সদর নজিপুরের আত্রাই নদীর তীরে নজিপুর মহাশ্মশান এলাকা এবং মামুদপুর বন বিভাগের অফিস সংলগ্ন এলাকার নদীর তীর প্রতিরক্ষা মূলক প্রায় ২ কোটি ৩০ লাখ টাকার ম্যাট্রোসিন কাজের উদ্ভোদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নওগাঁ’র নির্বাহী প্রৌকশলী মোক্তার হোসেন খান,বিভাগীয় বন কর্মকর্তা রাজশাহীর, অজিৎ কুমার রুদ্র,ট্রাস্টিড হিন্দু ধর্ম কল্যান ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রালয়ের কর্মকর্তা আক্তার মামুন,বন বিভাগের রেন্জ অফিসার হেলাল উদ্দীনসহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রমুখ।এরআগে তিনি গতপরশু বৃহস্পতিবার উপজেলার আকবরপুর ইউপির ইউনিয়ন কমপ্লেক্স,মধইল ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যানকেন্দ্র ও মধইল উচ্চ বিদ্যালয়ের ৩য় তলার নির্মান কাজের উদ্ভোদন করেন।এসব সময়কালেও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারন জনতা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই