পত্নীতলায় বিএমডিএ উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোসা: শিউলি খাতুন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক আয়োজিত এক দিন ব্যাপী “মানসম্মত ধান ও গম বীজ উৎপাদন এবং কম পানি গ্রহণকারী ফসল চাষাবাদের উপর” কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় বিএমডিএ পত্নীতলা জোন, নওগাঁ কার্যালয়ে “শস্য উৎপাদনে মানসম্মত বীজ উৎপাদন, সরবরাহ ও কৃষক প্রশিক্ষণ প্রকল্প” আওতায় সহকারী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশিদের সভাপতিত্বে উক্ত কৃষক প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক।

উক্ত কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রাজশাহী প্রকল্প পরিচালক মোঃ এটিএম রফিকুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল মালেক চৌধুরী, সহকারী প্রকৌশলী মোঃ আল মামুনুর রশিদ।

উল্লেখ্য, পত্নীতলা উপজেলার ১১টি ইউনিয়ন হতে আগত মোট ৫০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহণ করেন।



মন্তব্য চালু নেই