পঞ্জাবকে হারিয়ে আইপিএলের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স

দিলীপ মজুমদার (কলকাতা):ইডেনের মাটিতে পঞ্জাব বধ৷ সরাসরি সপ্তম আইপিএলের ফাইনালের ফাইনালে কলকাতা নাইট রাইডার্স৷ কিংস ইলেভেন পঞ্জাবকে ২৮ রানে হারিয়ে ফাইনালে গেল টিম গম্ভীর৷ এদিন টসে জিতে ফিল্ডিং নেয় কিংস ইলেভেন৷ ওপেনে ফের সফল উথাপ্পা৷ যদিও, গম্ভীর আউট হয়ে যান৷ গম্ভীর ১ রান করে ফিরে গেলেও ৪২ রান করেন উথাপ্পা। শেষ পর্যন্ত সূর্যকুমার, পীযূষ চাওলাদের ক্যামিওর জোরে ৮ উইকেটে ১৬৩ পর্যন্ত পৌঁছয় কলকাতা৷ দ্বিতীয় ইনিংসে নেমেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে পঞ্জাব৷ মর্নি মর্কেল, উমেশ যাদ, পীযূষ চাওলাদের বোলিং দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং অর্ডার৷ ম্যাক্সওয়েল, মিলারের পতন ঘটল দ্রুত৷ ঋদ্ধিমান সাহা ৩৫ রানের একটা লড়াই দিয়েছিলেন বটে কিন্তু তা পর্যাপ্ত ছিল না। শেষ পর্যন্ত ১৩৫ রানেই শেষ পঞ্জাব৷ টানা আটটি ম্যাচ জিতে দ্বিতীয়বারের জন্য টুর্নামেন্টের ফাইনালে গেল নাইটরা।



মন্তব্য চালু নেই