নয়াপল্টনে ছাত্রদল নেতা লাঞ্ছিত, কেন্দ্রীয় কার্যালয়ে তালা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সদ্য ঘোষিত ছাত্রদলের নতুন কমিটির সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিনকে পদবঞ্চিতরা মারধর করেছে। এছাড়াও সংগঠনটির কার্যালয়ে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়। দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী সেখানে উপস্থিত থাকলেও কে বা কারা তালা দিয়েছেন সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন।

সদ্য ঘোষিত ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিতে যারা বাদ পড়েছেন সেসব ছাত্র নেতারা দ্বিতীয় দিনের মতো নয়াপল্টনে বিক্ষোভ দেখাচ্ছে। সকাল থেকেই এসব নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করে। নতুন কমিটির ১৫০জনের তালিকায় যাদের নাম রয়েছে তারাও বিভিন্নভাবে এ বিক্ষোভকে সমর্থন করলেও এই মুহূর্তে অনেকে প্রকাশ্যে আসতে পারছেন না। কমিটির অনেকে তাদের কাঙ্ক্ষিত পদ পাননি বলে অনেকেই বাংলামেইলের কাছে তাদের হতাশা প্রকাশ করেছেন।

এদিকে টানা পাঁচঘণ্টার বিক্ষোভ শেষে ছাত্রদলের পদবঞ্চিতরা আজকের মতো কর্মসূচি স্থগিত এবং আগামী রোববার সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

বিক্ষোভকারীরা নতুন কমিটি বাতিল না করা পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে।



মন্তব্য চালু নেই