নোয়াখালী হাতিয়ায় বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চানন্দি ইউনিয়নের মেঘনা নদীর পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় বিপুুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেরিংচরের হাছিনা বাজার এলাকা থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে- একটি রাইফেল, একটি দু’নলা বন্দুক, ছয়টি একনলা বন্দুক, একটি শর্টগান, ৬৪ রাউন্ড শর্টগানের গুলি, ৮২ রাউন্ড রাইফেলের গুলি, দুটি ছোড়া ও তিনটি বগিদা।

নোয়াখালী সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) নবজোতিক্ষিসা জানান, একসময় কেরিংচর এলাকা জলদস্যু ও বনদস্যুদের নিয়ন্ত্রণে ছিল। পরে বিভিন্ন সময় পুলিশের অভিযানের সময় তারা ওই এলাকা ত্যাগ করে। ধারণা করা হচ্ছে ওই সময় দস্যুদের ব্যবহৃত এই অস্ত্রগুলো তারা নদীর পাড়ে মাটির নিছে পুতে রেখেছিল।

সোমবার সকালে মেঘনা নদীর পাড় ভেঙে পড়লে স্থানীয় লোকজন অস্ত্রগুলো দেখতে পেয়ে থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই