নোয়াখালী শিল্পকলা একাডেমিতে ‘জামাই-শ্বশুর’ মঞ্চস্থ

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : জেলা শিল্পকলা একাডেমিতেমঞ্চস্থ হাঁসির নাটক: জামাই-শ্বশুর স্বজন কালচারাল ক্লাব (নাট্যদল)-এর প্রযোজনায় মঞ্চস্থ হতে যাচ্ছে জনপ্রিয় নাট্যকার এ.কে.এম. আইয়ুব উল্যার নাটক ‘জামাই-শ্বশুর’। ৩০ এপ্রিল শনিবার সন্ধা ৭টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার সম্মতি জ্ঞাপন করেছেন নোয়াখালী-৪(সদর-সূবর্ণচর) আসনের জনাব একরামুল করিম চৌধূরী এমপি। নাটকটির নির্দেশনায় থাকছেন গাজী রুবেল। মূলত অতিপ্রাকৃতিক বিষয়কে কেন্দ্র করে এই নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। যৌতুক প্রথা আমাদের দেশ থেকে অনেকটা বিলুপ্ত হলেও বহুবিবাহ আমাদের সমাজ থেকে উঠে যায়নি অর্থাৎ অনেকেই এটাকে টিকিয়ে রেখেছেন ব্যক্তিগত স্বার্থে। বিশেষ করে গ্রামাঞ্চলে আমাদের এ সমস্ত ঘটনা বেশি ঘটে থাকে। তেমনি আশেক আলী নামক এক মোড়ল ক্ষমতা আর টাকার দাপটে একের পর এক অন্যায় ও সুন্দরী রমনীদের জোর কওে বিয়ে করে আসছে। অভাবী কন্যাদায়গ্রস্ত পিতারাও অভাব এবং তার দাপটের শিকার হয়ে কন্যাকে তার হাতে তুলে দিতে বাধ্য হচ্ছে। কিন্তু অন্যায় যত শক্তিশালী হোকনা কেন সত্যের কাছে সে সব সময় পরাজিত। আপন শক্তি বলে সত্য একদিন তার যোগ্য স্থান দখল করে নেয়। তেমনি আশেক আলী মোড়ল নামক এই ব্যক্তির সকল অপকর্মের অবসান ঘটে এবং সফল অপশক্তির বিনাশের মাধ্যমে সামাজিক সত্যতা ফিরে আসে।



মন্তব্য চালু নেই