নোয়াখালী কালাদরাপ ইউপি’র কোটি টাকার বাজেট ঘোষণা

নোয়াখালীর সদর উপজেলার ৯নং কালাদরাপ ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের জন্য এক কোটি ২৩ লাখ ৪ হাজার ৭৩৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শক্তিশালী, কার্যকর জনসম্পৃক্ত ও সুশাসিত আদর্শ ইউনিয়ন গঠনের লক্ষ্যে আয় ও ব্যয় সমপরিমাণে ধরে এ প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়। শনিবার দুপুরে কালাদরাপ ইউনিয়ন পরিষদের আয়োজনে ও পরিষদের হলরুমে ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান আগামী অর্থবছরের এক কোটি ২৩ লাখ টাকার এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহীন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম।

এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, উপজেলা আওয়মাীলীগ নেতা জহির খান, আবদুস শহীদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসেন আহম্মদ রাজা, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হোসেন চৌধুরী জাহাঙ্গীর, ইউপি’র উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রবিউল ইসলাম সহ ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সামাজিক ও উন্নয়ন সংগঠনের নেতৃবৃন্দ বাজেটের উপর উন্মুক্ত আলোচনা করেন।



মন্তব্য চালু নেই