নোয়াখালীর সেনবাগে বিএনপির ৭ নেতাকর্মী কারাগারে

নোয়াখালীর সেনবাগে নাশকতা ও ককটেল বিস্ফোরনের মামলায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সহ ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার দুপুরে নোয়াখালীর ৪নং আমলী (সেনবাগ-চাটখিল) আদালতে (বিচারিক ম্যাজিস্ট্রেট) আত্মসমর্পণ করতে আসলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম ইকবাল তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালত সূত্র জানায়, ককটেল বিস্ফোরণ ও নাশকতা মামলায় দীর্ঘদিন আত্মগোপনের থাকার পর সেনবাগ পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদ উল্যা, দপ্তর সম্পাদক মজিবুর রহমান, ৭নং ওয়ার্ড সভাপতি বেলাল হোসেন, কাদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাহার সহ বিএনপির ৭ নেতাকর্মী সোমবার দুপুরে জামিন আবেদন চেয়ে আদালতে আত্মসমর্পণ করতে আসে। বিজ্ঞ আদালত শুনানীর পর তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৭ নভেম্বর ২০ দলীয় জোটের সিপাহী বিপ্লবের কর্মসূচিতে সময় ককটেল ও নাশকতার অভিযোগে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।



মন্তব্য চালু নেই