নোয়াখালীর চৌমুহনীতে পিঠা উৎসব

নোয়াখালীর চৌমুহনীতে পিঠা উৎসব প্রতি বছরের ন্যায় এবারো নোয়াখালী জেলার বেগমগঞ্জের এন. এ. চৌধুরী ট্যালেন্টস প্রিপারেটরিতে বিদ্যালয়ের কতৃপক্ষের উদ্যোগে গতকাল সকালে অর্থশতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে শতাধিক পিঠা নিয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের পরিচালক সাইফুল্লাহ কামরুলের সভাপতিত্বে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি রুন্দ্র মাসুদ, এন এ চৌধুরী ট্যালেন্টস্ প্রিপারেটরি স্কুলের সাবেক ছাত্র ও যমুনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মোতাছিম বিল্লাহ সবুজ, এপ্রেক্স ক্লাব অব মেঘনা (ইউসি) সভাপতি সিরাজ উদ্দিন সাহীন, আরটিভি নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবু, চৌমুহনী প্রি-ক্যাডেট একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোপাল কৃষ্ণ দাস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোরুল মামুন, দৈনিক ইনকিলাবের বেগমগঞ্জ সংবাদদাতা সাইদুজ্জামান রাজু, নতুন বার্তা নোয়াখালী জেলা প্রতিনিধি মু গোলাম কিবরিয়া রাহাত প্রমুখ। Noakhali Patty Festivals Images 22-01-2015  (4)

পিঠা উৎসবে ক্ষীর পিঠা, সুজির বরপি, ডালের পিঠা, শীতের পিঠা, সুজির পিঠা, ছিটা পিঠা, ঝুনি পিঠা, সাকুর পিঠা, মালপুয়া, পাটি সাপটা, রস কদম, পিংগার পিঠা, রস কদম, ঝাল পিঠা, লাভ পিঠা, পানপুয়া, নারকেল পিঠা, টিকেট পিঠা, আলুর স্টিক পিঠা, চকলেট, পিঠা, গাজরের পিঠা, গোলাপের পিঠা, ভাপা পিঠা, শীরার পিঠা, সীমের ফুল পিঠা, জামাই পিঠা, গমের পিঠা, রুটি পিটা, চিতল পিঠা, পরটা, ক্রিসমাস ট্রি, সুজির পুরপিঠা, ডোনাটা পিঠা সহ প্রায় শতাধিক রকমের পিঠা নিয়ে প্রতিযোগিরা অংশগ্রহন করে।

পিঠা উৎসবে অতিথিরা প্রভা ও দিবা শিফটের ছয় শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেয়।

প্রভা শিফটের প্রথম হয়ছে নির্জন বণিক, দ্বিতীয় আবদুর রহিম সামির, তৃতীয় আরিয়ান।

দিবা শিফটের প্রথম হয়ছে মেহেদি হাসান পিয়াল, দ্বিতীয় মাশরিক হাসান সামি, তৃতীয় সানজিদ ইসলাম।



মন্তব্য চালু নেই