নোয়াখালীর কিছু খবর :

নোয়াখালীতে সিনিয়র এডভোকেট সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ

নোয়াখালী জেলা বার সমিতির সদস্য আদালতের সিনিয়র এডভোকেট আবদুল হাই (৪৬) সহ ৮ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রাত ১০টায় নোয়াখালী জেলা শহর মাইজদী ০২নং ওয়ার্ড উকিল পাড়া জাহাজীওয়ালার বাড়ীর উত্তর ভিটি আধাপাকা টিনসেট ঘরের ভিতরে ইয়াবা টেবলেট ক্রয়-বিক্রয় ও সেবন কালে গোপন সংবাদ পায় জেলা গোয়েন্দা শাখা, সাথে সাথেই ওসি ডিবি নেতৃত্বে একদল পুলিশ ঘটনার স্থলে আসে।

আসামীগণ ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া ঘরের ভিতরে হইতে পালানোর সময় সঙ্গীয় ফোর্সসহ আসামীদেরকে ধৃত করে। উপস্থিতি জনতার সামনে তাদের দেহ তল্লাশী করিয়া ৫১ পিস ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি অফিসে নিয়ে যায়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার মাইজদী (দরগা বাড়ির) মৃত মজিবুল হকের ছেলে মোঃ সালাউদ্দিন, প্রকাশ রিপন (৩৭), মধুসূধনপুরে মৃত মোহাম্মদ উল্যাহ ছেলে আবদুল কাদের (৩২), কাশিমপুর (দত্ত বাড়ী) মোঃ আবুল কাশেমের ছেলে আবু নাছের (৩০), সাং মাইজদী (পানা উল্যার বাড়ীর) মৃত সিরাজুল হকের ছেলে মোঃ আবদুর রব (৫০), বারাইপুর (নুরুল ইসলাম ভূঁইয়া বাড়ীর) মৃত নুরুল ইসলাম ভূঁইয়া ছেলে আবু সাঈদ (৪৭), লক্ষ্মীনারায়নপুর মৃত আলী করিম এর ছেলে এডভোকেট মোঃ আবদুল হাই (৪৬), সর্বথানাঃ সুধারাম।

একই জেলার বেগমগঞ্জ উপজেলার দোয়ালিয়া (খাসের বাড়ী), এ/পি হাউজিং (পারভেজ ভিলা), সেন্টাল রোড, মাইজদী থানা সুধারাম, জেলা- নোয়াখালী। এ.কে.এম জহিরুল হক এর ছেলে মোঃ ইব্রাহিম খলিল (৪৮), থানা+জেলা- নরসিংদী, সাং- সাটিরপাড়া (পুলিশের বাড়ী), মৃত কেরামত আলী ছেলে মোঃ মতিউর রহমান (৪৫), এ/পি সাং- লক্ষ¥ীনারায়নপুর (আপেল মিয়ার বাড়ী), থানা- সুধারাম, জেলা- নোয়াখালীকে ইয়াবার আসর থেকে গ্রেপ্তার করায় আদালত পাড়ায় তোলপাড় শুরু হচ্ছে।

এদের বিরুদ্ধে সুধারাম মডেল থানা একটি মামলা হয়েছে, থানার মামলা নং- ২৫, জি.আর ২২৩/১৫। ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী/২০০৪ এর ১৯(১) টেবিল ৯(ক)/ ২৫ ধারায় সকালে গ্রেফতারকৃত আসামীদেরকে কোর্ট বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। নোয়াখালী বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানউল ইসলাম ৩নং আমলী আদালতে উপস্থিত দীর্ঘক্ষন আইনজীবিদের বক্তব্য বিবেচনা করে এবং ২২শে ফেব্রুয়ারী সকাল ১০.৪৫ মিনিট হইতে দুপুর ১২টা পর্যন্ত ৫৪ মামলার দাখিল ও জামিন শুনানীর শেষে করে জি.আর ২২৩ মামলা শুনানী করে।

নোয়াখালী জেলার বার সমিতির সদস্য আদালতের সিনিয়র এডভোকেট আবদুল হাই (৪৬)কে জামিন মঞ্জুর বাকী ৭ জনের নামঞ্জুর করেন আদালত। এদিকে আসামী পক্ষের আইনজীবিরা আদালতকে জানান এডভোকেট আবদুল হাই ঘটনাস্থলে তাঁর শ্বশুর বাড়ী সেখানে তাকে আটক করে সে ঘটনার সাথে জড়িত নহে বলে জানান আইনজীবিরা।

 

নোয়াখালী সেনবাগে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার

নোয়াখালীর সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া গ্রামের একটি পরিত্যাক্ত ডোবা থেকে অজ্ঞাত (৩২) এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রোববার ছিলোনিয়া গ্রামে জয়নাল কোম্পানীর বাড়ীর পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ছিলোনিয়া গ্রামের জয়নাল কোম্পানীরি বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় পরিত্যাক্ত ডোবার মধ্যে একটি মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন।

পরে খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষনিক ভাবে মৃতদেহটি সনাক্ত করতে পারেনি স্থানীয়রা। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সনজিৎ চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করে জানান, থানায় খবর দেওয়া হয়েছে। নিহতের গলায় একটি দড়ি পেছানো রয়েছে। তবে মৃতদেহ সনাক্ত করা যায়নি।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধারের পর বিস্তারিত জানা যাবে।

 

নোয়াখালী সেনবাগে মাটির গাড়ী উল্টে নিহত-১

নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নে মাটিবাহী পাওয়ার টিলার উল্টে শহিদুল ইসলাম নামের এক হেলপার নিহত হয়েছে। রোববার লেমুয়া সড়কের কালারট্যাক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (১৯) সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে ফকিরহাট এলাকার সওদাগর বাড়ীর মানিকুর রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি মাটিবাহী পাওয়ার টিলার উপজেলার লেমুয়া সড়ক দিয়ে নবীপুরের দিকে যাচ্ছিল। পথে গাড়ীটি সড়কের কালারট্যাক এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড (জায়গা) দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

এতে গাড়ীটি সড়কের পাশে পড়ে গেলে গাড়ীর নিছে চাপা পড়ে গাড়ীর হেলপার (সহকারি) শহিদুল ইসলাম ঘটনাস্থলে নিহত হয়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই