নোয়াখালীতে মাধ্যমিক শিক্ষকদের প্রতীকী অনশন

এইচ.এম আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : বার্ষিক ৫% বেতন বৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, বৈশাখী ভাতা প্রদান, অবসর গ্রহনের ৬ মাসের মধ্যে কল্যাণ তহবিল সুবিধা ও অবসর সুবিধা প্রাপ্তি নিশ্চিত করণসহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে নোয়াখালীতে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা প্রতীকী অনশন পালন করেছে। বুধবার নোয়াখালী পিটিআই সংলগ্ন মুক্তমঞ্চে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ডাকে নোয়াখালী বেসরকারী মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা এ প্রতীকী অনশন পালন করেন। কর্মসূচিতে বাংলাদেশ শিক্ষক সমিতি নোয়াখালী জেলা শাখা সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।



মন্তব্য চালু নেই