নোয়াখালীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিহত ১, আহত ৪

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে মনিজা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় ৪ জন আহত হয়েছেন। নিহত মনিজা খাতুন ওই উপজেলার আন্ডারচর ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের মৃত খালেকের স্ত্রী। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি। শুক্রবার ওই উপজেলার আন্ডারচর ইউনিয়নের চরকাউনিয়া গ্রামের ডিম ব্যাপারী বাড়িতে এঘটনাটি ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, নিহত মনিজা খাতুনের সাথে তার আপন ছোট ছেলে আবুল খায়েরের শ্বশুর ও বেয়াই আবদুর রবের সাথে বাড়ির পাশের ২৯ ডিং জমি নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসছিল ও আদালতে মামলা বিচারাধীন ছিলো। গত সপ্তাহে মামলার রায়ে মনিজা খাতুন ২৯ডিং জমির মালিকানা ফিরে পায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে বেয়াই আবদুর রব ৬/৭ জন সন্ত্রাসী নিয়ে অর্তকিতে বেয়াইন মনিজা খাতুনের বসত ঘরে হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এসময় মাকে বাঁচাতে এসে তার এক মেয়ে ও তিন ছেলেও আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় মনিজা খাতুনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। আহতরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। সুধারাম মডেল থানার ওসি (তদন্ত) জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মনিজা খাতুন নামে এক নারী নিহত হয়েছেন বলে জানান।



মন্তব্য চালু নেই