নোয়াখালীতে খাদ্য বান্ধব কর্মসূচির ১২৯ বস্তা চালসহ ৬ শ্রমিক আটক

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির ১২৯ বস্তা চাল সহ ৬ শ্রমিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুর ১২টায় জেলার সোনাপুরে নোয়াখালী বিসিক শিল্প নগরীর রিজান বিস্কুট এন্ড ব্রেড ফ্যাক্টরীর গোডাউন ১২৯ বস্তা চাল সহ ৬ শ্রমিককে আটক করা হয়। আটককৃতরা শ্রমিকরা হলো, নোয়াখালী পৌরসভার বাসিন্দা আনোয়ার হোসেন (৩৬), ফারুক হোসেন (৩২), মোহন (২৬), সালাহ উদ্দিন (২২) বেলাল (২০) ও মিরাজ (১৯)। পুলিশ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০ টাকা কেজি দরের খাদ্য বান্ধব কর্মসূচির চালগুলো খাদ্য অধিদপ্তরের খাদ্য বান্ধব কর্মসূচির বস্তা পরিবতন করার প্রক্রিয়া চলছিলো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই গোডাউন থেকে এক দাগে ৮০, আরেক দাগে ৪৯ বস্তা চাল জব্দ করে। এসময় বস্তা পরিবতন করার কাজে নিয়োজিত ৬ জন শ্রমিককে আটক করা হয়। নোয়াখালী সদর উপজেলা খাদ্য পরিদর্শক আরিফ উদ্দিন জানান, পুলিশ তাদেরকে খবর দিয়েছে। জেলা খাদ্য বিভাগের খাদ্য নিয়ন্ত্রকের নির্দেশে চালগুলো উদ্ধার করে দত্তের হাটে অবস্থিত জেলা খাদ্য গুদামে রাখা হবে। সুধারাম থানার উপ-পরিদর্শক (এসআই) জি এম ফখরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ১২৯ বস্তা চাল জেলা খাদ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রযোজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য চালু নেই