নোয়াখালীতে কালবৈশাখী ঝড়ে স্কুলসহ ৩০ ঘর লন্ডভন্ড

এম.এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : হঠাৎ কালবৈশাখী ঝড়ে নোয়াখালীর সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ৩০টি ঘর ভেঙে লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বক্তারপুর গ্রামে ঝড় আঘাতহানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করে বজ্রসহ বৃষ্টি ও ঝড় শুরু হয়। ঝড়ে বক্তার পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিন সিটের একটি ঘর ও ওই গ্রামের ২৯টি বসত এবং রান্না ঘর ভেঙে পড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ঝড়ে ওই গ্রামের গাছ পালা, ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় বর্তমানে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম জানান, ঝড়ে তার বিদ্যালয়ের একটি ভবন ভেঙে পড়ে গেছে। বর্তমানে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে।



মন্তব্য চালু নেই