নোবেল বিজয়ী আরউইন রোজ আর নেই

নোবেল বিজয়ী প্রাণরসায়নবিদ আরউইন অ্যা রোজ (৮৮) আর নেই। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের ডিয়ারফিল্ড শহরে ছেলের বাসায় মঙ্গলবার রাতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার ছেলে হাওয়ার্ড জানান, রাতে ঘুমের মধ্যে তার বাবা মারা যান। খবর নিউইর্য়ক টাইমস।

২০০৪ সালে রসায়নশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন ড. রোজ। মানবদেহের আবাঞ্ছিত প্রোটিন ধ্বংসের মাধ্যমে কোষ তৈরির উপায় আবিষ্কার করে ক্যানসার থেরাপির নতুন মাত্রা যোগ করায় তাকে এ পুরস্কার দেওয়া হয়।

ড. রোজ ১৯২৬ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। পেশাগত জীবনে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া এবং ফক্স চেজ ক্যানসার সেন্টার ইউনিভার্সিটি অব প্যানসিলভানিয়ায় কাজ করেন।

তার কর্মক্ষেত্র ছিল জীববিদ্যা। তিনি চার সন্তানের জনক ছিলেন।



মন্তব্য চালু নেই