নোটবাতিলে দেশজুড়ে সমালোচনা, এবার মুখ খুললেন নরেন্দ্র মোদীর স্ত্রী; কী বললেন?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্ত্রী যশোদাবেন সাধারণত আলোর আড়ালে থাকেন। প্রথম থেকেই তাঁরা একত্রে থাকেন না। নোটবাতিলের পরে দেশজুড়ে মোদীর যেন প্রশস্তি চলছে, তেমনই চলছে সমালোচনা। এমনই পরিস্থিতিতে প্রথমবার নোটবাতিল প্রসঙ্গে মুখ খুললেন যশোদাবেন।

রবিবার রাজস্থানের কোটায় একটি অনুষ্ঠানে যোগ দেন মোদীর স্ত্রী যশোদাবেন। সেখানেই প্রশ্নের মুখে নোটবাতিল প্রসঙ্গে মুখ খোলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কেন্দ্রীয় সরকার ৫০০ ও ১০০০ টাকার নোটবাতিলের যে সিদ্ধান্ত নিয়েছে তাতে দেশ থেকে কালো টাকা, দুর্নীতি দুই-ই দূর হবে। এই অভিযান বিদেশে গচ্ছিত কালো টাকাও দেশে ফিরিয়ে আনবে।’

প্রধানমন্ত্রী স্বামীর নাম মুখে উচ্চারণ না করলেও নরেন্দ্র মোদী সরকারের প্রশস্তিই করেছেন যশ‌োদাবেন। কেন্দ্রীয় সরকারের কাজ সম্পর্কে তাঁকে প্রশ্ন করা হয়। এর উত্তরে তিনি বলেন, ‘এতদিন পর্যন্ত যা কাজ কেন্দ্র করেছে, তা সন্ত‌োষজনক এবং আগামী দিনে দেশের অগ্রগতি, উন্নয়ন এবং সাধারণ মানুষের উন্নতিতে কাজ করবে।’



মন্তব্য চালু নেই