নেপালেও ম্যাগি নুডলস নিষিদ্ধ

ভারতের পাঁচটি রাজ্যের পর এবার নেপালেও ম্যাগি নুডলস নিষিদ্ধ করা হয়েছে। আগের সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার দেশটির সরকার ম্যাগি নুডলসের আমদানী ও বিক্রি নিষিদ্ধ করেছে। খবর একান্তিপুরের।

নেপাল সরকারের পক্ষ থেকে বাজারে থাকা ম্যাগি নুডলসের প্যাকেটগুলো ফেরত দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে। দেশটিতে ম্যাগি নুডলসের প্রধান পরিবেশককেও তলব করেছে সরকার।

দেশটির সরকারের পক্ষ থেকে আন্তর্জাতিক খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের (আইএফএসএন) প্রতি ম্যাগির পণ্যের মান সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ম্যাগি নুডলসে ক্ষতিকারক উপাদানের অস্তিত্ব থাকায় ভারতের পাঁচটি রাজ্যে সাময়িকভাবে এর বিক্রি নিষিদ্ধ করা হয়। এর পরপরই ম্যাগি নুডলসের প্রস্তুতকারক নেসলে ইন্ডিয়ার পক্ষ থেকে ভারতে ম্যাগি নুডলসের বিক্রি বন্ধ করার ঘোষণা আসে।

এ ঘটনার পর নেপালেও ম্যাগি নুডলস নিষিদ্ধ হল। ভারতে প্রস্তুত করা ম্যাগি নুডলসই নেপালে বিপণন করে থাকে নেসলে ইন্ডিয়া।



মন্তব্য চালু নেই