নেতার গাড়িতে মিলল ৫টি একে-৪৭ রাইফেল!

ইমরান খানের নেতৃত্বাধীন রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) এক নেতার গাড়ি থেকে পাঁচটি একে-৪৭ রাইফেল ও বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করেছে দেশটির পুলিশ।

খাইবার পাখতুন খোয়া প্রদেশের রাজস্ব মন্ত্রী আমিন গান্ধপুরীর প্রাইভেটকার থেকে অত্যাধুনিক এই অ্যাসল্ট রাইফেল উদ্ধার করা হয়। এছাড়া তার গাড়ি থেকে মদও পাওয়া যায়।

এ ঘটনায় গাড়িটি জব্দ ও চালককে আটক করা হয়েছে। অবশ্য আমিন গান্ধপুরীকে ছেড়ে দেয়া হয়েছে।

রোববার এই তথ্য জানিয়েছে ইসলামাবাদ পুলিশ। খবর ডনের।

পুলিশ জানায়, খাইবার পাখতুন খোয়া প্রদেশের বানি গালার অদূরে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল পুলিশ। এসময় আমিন গান্ধপুরীর প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি করে পাঁচটি একে-৪৭, একটি পিস্তল, ছয়টি ম্যাগজিন, একটা বুলেটপ্রুফ জ্যাকেট, তিনটি টিয়ার শেল উদ্ধার করা হয়।

তবে, আমিন গান্ধপুরী পুলিশের এই দাবি নাকচ করে দিয়েছেন।

তিনি জানান, লাইসেন্স করা দুটি একে-৪৭ রাইফেল তিনি গাড়িতে বহন করছিলেন। যার একটির লাইসেন্স গাড়িতেই ছিল।

আমিন গান্ধপুরী আরও বলেন, পুলিশের দাবি যদি সত্য হয়, তাহলে তারা আমাকে ছেড়ে দিল কেন?’



মন্তব্য চালু নেই