নেতাদের নির্বাচনে থাকার নির্দেশ খালেদার

পৌর নির্বাচনে বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচার, মনিটরিংসহ সব ধরনের তৎপরতা চালাতে দলের শীর্ষ নেতাদের প্রতি নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

শীর্ষ নেতাদের সমন্বয়ে পৌর নির্বাচনে বিএনপির উচ্চপর্যায়ের কেন্দ্রীয় কমিটি এবং প্রতিটি বিভাগীয় পর্যায়ের পর্যবেক্ষক কমিটির নেতাদের আরো সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন তিনি। এ ছাড়া যারা এই কমিটির আওতায় থাকবেন না, সেই নেতারা তাদেরকে নিজ নিজ এলাকায় গিয়ে সার্বিক নির্বাচনী পরিস্থিতি তদারক ও মনিটরিং করারও নির্দেশ দেন বিএনপি প্রধান।

শনিবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব এবং সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এসব নির্দেশ দিয়েছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। রাত সোয়া ৯টার দিকে বৈঠকটি শুরু হয়ে শেষ হয় রাত সোয়া ১১টায়।

বৈঠকে সূত্র জানায়, বিএনপির এক নেতা বিএনপি নেত্রীর কাছে জানতে চান, জামায়াতের সঙ্গে সমঝোতার কোনো সম্ভবনা আছে কি না। এর জবাবে খালেদা জিয়া বলেন, জামায়াত যেহেতু নিজেদের থেকে কোনো যোগাযোগ করেনি, সেহেতু আর মাথা ঘামানোর দরকার নেই। আপনারা এলাকায় বিএনপির প্রার্থীদের পক্ষে নেমে যান।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এয়ার ভাইস (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামার ইবনে ইউসুফ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার শাহজাহান ওমর, মেজর জেনারেল (অব.) রহুল আলম চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আজম খান, শামছুজ্জামান দুদু, আবদুল মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, ব্যারিস্টার হায়দার আলী, এ জেড এম জাহিদ হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, এ এস এম আবদুল হালিম, যুগ্ম মহাসচিবদের মধ্যে মোহাম্মদ শাহজাহান, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, গোলাম আকবর খন্দকার প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই