নেতাজির আরো গোপন নথি প্রকাশ

নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ২৫টি নথি প্রকাশ্যে এনেছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী মহেশ শর্মা আনুষ্ঠানিক ভাবে গতকাল শুক্রবার এই নথিগুলো প্রকাশ করেন।

গত মাসেও ৫০টি নথি প্রকাশ করা হয়। এর আগে গত ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর ১১৯ তম জন্মদিনে কেন্দ্রের হেফাজত থেকে ১০০টি নথি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নেতাজি অন্তর্ধান ৭০ বছর পরেও রহস্যেই রয়ে গিয়েছে। অনেকের ধারণা, কেন্দ্রের হেফাজতে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ্যে এলেই, সত্য সামনে আসবে। নেতাজির পরিবারের সদস্যরাও যে কারণে বারবারই নেতাজির গোপন নথি প্রকাশের অনুরোধ জানিয়েছে।

গত বছর অক্টোবরে নেতাজির পরিবারের সঙ্গে সাক্ষাতের সময়ও মোদি প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি সরকার ধাপে ধাপে ফাইল প্রকাশ করবে।



মন্তব্য চালু নেই