নেচে বিপদে জ্যাকলিন! আদালতে মামলা দায়ের, দেখুন ভিডিও

নাচের জেরে জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে ক্রিমিনাল কেস দায়ের হল। অভিযোগ, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন জ্যাকলিন।

মুক্তির অপেক্ষায় থাকা ‘ঢিসুম’ ছবিতে একটি নাচ নিয়েই সমস্যার সূত্রপাত। এই নাচের দৃশ্যে জ্যাকলিনের কোমরে একটি ছুরি দেখা যাচ্ছে। শিখ ধর্মাবলম্বীদের অভিযোগ, আসলে শিখদের কৃপানকে অনুকরণ করেই ওই ছুরিটি নাচের দৃশ্যে ব্যবহার করা হয়েছে। জ্যাকলিন তো বটেই, ছবির প্রযোজক সাজিদ নাদিওয়ালা, পরিচালক রোহিত ধবনের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে ছবির কলাকুশলী-সহ নির্মাতাদের শিখ সম্প্রদায়ের মানুষদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও উঠেছে। আগামী ১ জুলাই এই মামলার শুনানি।

ইতিমধ্যেই শিখদের একটি ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সেন্সর বোর্ডের চেয়ারপার্সন পহলাজ নিহলানিকে চিঠি লিখে ওই গানটি ছবি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে। যদিও ফিল্ম নির্মাতাদের দাবি, গানের দৃশ্যে জ্যাকলিনের কোমরে যে ছুরিটি দেখা যাচ্ছে, সেটি আসলে আরবের একটি ছুরি। ফলে, শিখদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ভিত্তিহীন।



মন্তব্য চালু নেই